• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝলমলে চুলের রহস্য লুকিয়ে চায়ের লিকারে 

প্রকাশিত: ২২ মার্চ ২০২২  

চুল আমাদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে। তবে এর জন্য চুলও সুন্দর হওয়া জরুরি। আমাদের মধ্যে অনেকেই রুক্ষ চুলের সমস্যায় ভোগেন। আর চুলের সমস্যায় যারা ভোগেন, তারা জানেন এই সমস্যা থেকে রক্ষা পাওয়া মোটেই সহজ নয়। 

চুলে প্রাণ না থাকলে তাতে কোনো রকম স্টাইলও করা যায় না। আর রুক্ষ চুলের যত্ন না নিলে চুল ফাটা, চুল পড়ার মতো সমস্যা কমতেই চায় না। তবে এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে চায়ের লিকার। যা চুল ঝলমলে করতে সহায়তা করবে। চলুন এবার জেনে নেয়া যাক বাড়িতে চায়ের লিকার দিয়ে কীভাবে চুলের যত্ন নেবেন-

চুলে চায়ের লিকার ব্যবহার পদ্ধতি 
শ্যাম্পু শেষে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। একদম শেষে চায়ের লিকার দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার আগে লিকারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেবেন। ব্ল্যাক টি কিংবা গ্রিন টি-এর লিকার ব্যবহার করতে পারেন চুল ধোয়ার জন্য। সিম্পল এই টেকনিক আপনার চুলকে উপকৃত করবে অনেকভাবে।

চুলে চায়ের লিকার ব্যবহারের যত উপকারিতা 
- চুলে চমৎকার রঙিন আভা নিয়ে আসে।

- শুষ্ক চুলে প্রাণ ফেরায়।

- চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে।

- চুল করে সিল্কি ও নরম।

- চুল পড়া কমায়।

- চুলের গোড়ায় পুষ্টি যোগায় ফলে চুল দ্রুত বাড়ে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –